ইয়ুথ প্লান ফর সোসাইটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর সমাপনী

‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ- প্রকৃতি -সাজাই’
রবিবার (১৫ই সেপ্টেম্বর) দুপুর ১:০০ টায় আব্দুর রব সেরনিয়াবাত কলেজ সম্মেলন কক্ষে,"ইয়ুথ প্লান ফর সোসাইটি" বরিশাল এর আয়োজনে, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সম্মানিত জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মুনসুর আলী হাওলাদার অধ্যক্ষ আব্দুর রব সেরনিয়াবাদ কলেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি সনাক বরিশাল প্রফেসর শাহ্ সাজেদা, সম্পাদক মহিলা ক্লাব বরিশাল রওশন আরা বেগম, সভাপতি ইয়ুথ প্লান ফর সোসাইটি বরিশাল এইচ,এম, আল আমিন সহ অত্র শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক সকল অতিথি দের নিয়ে কলেজ ক্যাম্পাসে ফলের গাছের চারা রোপণ করেন। পরে এক আলোচনা সভা শেষে গাছ লাগানোর পাশাপাশি দেশের চলমান দিক নিয়ে আলোচনা করেন। নিজ আঙ্গিনায় বাড়ির চারপাশে গাছের চারা লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক বরিশাল।
সংগঠনের সভাপতি এইচ, এম,আল আমিন তার স্বাগত বক্তব্যতে বলেন, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছিলো ১ আগষ্ট ২০১৯। এই সময়ে তারা বরিশালের প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেছে,এছাড়া ও বাড়ীর আঙ্গিনায়, রাস্তার পাশে তারা বিভিন্ন ফলজ,বনজ,ও ঔষধি গাছের চারা রোপন ও বীজ বপন করে।তিনি আরো বলেন যে, আজকে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচীর সমাপনি অনুষ্ঠান হলেও তারা তাদের বৃক্ষ রোপনের কাজ সারাবছর চলমান রাখবে।তিনি" ইয়ুথ প্লান ফর সোসাইটির"পক্ষ থেকে বরিশাল জেলা প্রশাসক মহোদয় সহ সকল অতিথি বৃন্দকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।